উপকূলে এসে মারা যাচ্ছে হাজার হাজার জেলিফিশ, উদ্বেগ পরিবেশবিদদের

|

সৈকতে শত শত মৃত জেলিফিশ।

ডলফিনের পর এবার আশঙ্কাজনক হারে উপকূলে মারা পড়ছে জেলিফিশ। হাজার হাজার জেলিফিশের একসাথে মৃত্যুর বিষয়টি ভাবিয়ে তুলেছে পরিবেশবিদদের। এগুলো মারা যাওয়ার সঠিক কারণ জানার চেষ্টা করছেন সমুদ্র ও প্রাণী বিশেষজ্ঞরা।

প্রতিবছর শীত মৌসুমে কুয়াকাটা আর কক্সবাজার সৈকতে মৃত জেলিফিশের দেখা মেলে। তবে এবছরের চিত্র সম্পূর্ণ ভিন্ন। গত দুই সপ্তাহ ধরে কুয়াকাটা সংলগ্ন চরবিজয়, জাহাজমারা আর সোনারচর সৈকতে আশঙ্কাজনক হারে জেলিফিশ মৃত অবস্থায় দেখা যাচ্ছে।

কেনো মারা যাচ্ছে তার কারণ জানতে চলছে গবেষণা। গবেষকরা বলছেন, অমেরুদণ্ডী প্রাণী হওয়ায় স্রোতের বিপরীতে চলতে না পারা এবং সৈকতের বালুতে আটকা পড়ায় এই প্রাণী বেশি মারা যায়। বর্ষা শুরু হলে সাগরে লবণাক্ততা কিছুটা কমে যায়, তখনই এই প্রাণীর উপকূলে আসা বন্ধ হবে বলে ধারণা এই পরিবেশবিদের।

এরআগে গতবছর কুয়াকাটা সৈকতে প্রায় ৫০টি মৃত ডলফিন ভেসে এসেছিল। এ নিয়ে মৎস্য গবেষণা ইনষ্টিটিউটে তদন্ত করছে।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply