বাংলা ভাষা ছড়িয়ে পড়েছে বিশ্বজুড়ে, বিভিন্ন দেশে প্রতিষ্ঠিত বাংলা স্কুল

|

বিদেশে বাংলা স্কুল।

বিশ্বের প্রায় সব দেশে রয়েছে বাংলাদেশির পদচারণা। অনেকে প্রবাস জীবন শেষে মাতৃভূমিতে ফিরলেও কেউ-কেউ স্থায়ীভাবে ভীনদেশে বসবাস করছেন। দেশগুলোয় বেড়ে উঠছে বাংলাদেশের নতুন প্রজন্ম। তাদের জন্য অনেক দেশেই গড়ে উঠেছে বাংলা স্কুল। প্রবাসে থেকেও মায়ের ভাষায় পড়ালেখার সুযোগ পাচ্ছে শিশু-কিশোররা।

একদিন যে ভাষার অধিকার কেড়ে নেয়ার অপচেষ্টা চালানো হয়েছিল, সে ভাষা এখন ছড়িয়ে পড়েছে গোটা বিশ্বে। প্রায় সব দেশেই ছড়িয়ে ছিটিয়ে রয়েছে মায়ের ভাষায় কথা বলা বাংলাদেশিরা। বিশ্বের বিভিন্ন দেশে পরিবারসহ বসবাস করায় বেড়ে উঠছে প্রবাসী বাংলাদেশিদের নতুন এক প্রজন্ম। তাদের পাঠদানের লক্ষ্যে বিশ্বের বেশিরভাগ দেশেই গড়ে উঠেছে বাংলা স্কুল। এতে মায়ের ভাষায় লেখাপড়ার সুযোগ পাচ্ছে বাংলাদেশি শিশু-কিশোররা।

মধ্যপ্রাচ্যের প্রায় সব দেশেই রয়েছে বাংলা স্কুল। প্রবাসে বাংলায় লেখাপড়ার সুযোগ পেয়ে খুশি শিশু-কিশোররা। ভিনদেশেও সন্তানদের বাংলা স্কুলে পড়াতে পেরে উচ্ছ্বসিত অভিভাবকরাও।

এশিয়ার দেশ মালয়েশিয়া কিংবা ইউরোপের দেশ ইতালিতেও বাংলায় লেখাপড়ার সুযোগ পাচ্ছে বাংলাদেশি শিশু-কিশোররা। কাতার বা সংযুক্ত আরব আমিরাতেও রয়েছে বাংলা ভাষায় লেখাপড়ার সুযোগ। তবে বেশিরভাগ দেশে থাকলেও এখনও কুয়েত-দক্ষিণ আফ্রিকাসহ কয়েকটি দেশে নেই বাংলা স্কুল। এসব দেশের বাংলাদেশি শিশুরা বঞ্চিত হচ্ছে মায়ের ভাষায় লেখাপড়ার সুযোগ থেকে।

প্রবাসী বাংলাদেশিদের প্রত্যাশা, যেসব দেশে এখনও বাংলা স্কুল নেই, বাংলাদেশ সরকারের উদ্যোগে দ্রুতই সেসব দেশেও প্রতিষ্ঠিত হবে বাংলা স্কুল।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply