ইউক্রেনের পূর্বাঞ্চলীয় বিদ্রোহী নিয়ন্ত্রিত দোনেৎস্ক ও লুহানস্ককে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতির সিদ্ধান্ত ঘোষণা করতে যাচ্ছেন ভ্লাদিমির পুতিন। স্থানীয় সময় সোমবার এ বিষয়ে পুতিন এ ব্যাপারে ঘোষণা দেবেন বলে জানিয়েছেন। খবর আলজাজিরার।
সোমবার (২১ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে আলজাজিরা জানিয়েছে, ক্রেমলিনে অনুষ্ঠিত নিরাপত্তা পরিষদের আকস্মিক এক বৈঠকে অংশ নেয়ার পর প্রেসিডেন্ট পুতিন বলেন, আমি আপনাদের কথা শুনেছি, আজই এ ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হবে। পুতিনের এ ঘোষণার পর ইউক্রেনের বেয়াড়া দুই অঞ্চল হিসেবে পরিচিত দোনেৎস্ক এবং লুহানস্ককে রাশিয়ার স্বীকৃতি দিলে ইউক্রেন সঙ্কট নিরসনের কফিনে শেষ পেরেক ঠুকে যাবে বলে হুঁশিয়ার করেছেন ইউরোপের আঞ্চলিক রাজনীতি বিশেষজ্ঞরা।
এদিকে, আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন করে ইউক্রেনের বিচ্ছিন্নতাবাদী প্রজাতন্ত্রগুলোকে স্বীকৃতি না দিতে রাশিয়াকে সতর্ক করে দিয়েছে যুক্তরাষ্ট্র ও তাদের পশ্চিমা মিত্ররা।
জানা গেছে, ক্রেমলিনে নিরাপত্তা পরিষদের বৈঠকে প্রেসিডেন্ট পুতিন দেড় ঘণ্টা ধরে ইউক্রেনের বিচ্ছিন্নতাবাদী অঞ্চলের স্বীকৃতির ব্যাপারে রাশিয়ার শীর্ষ কর্মকর্তাদের আলোচনা শোনেন। এ সময় পুতিন একে একে নিরাপত্তা, প্রতিরক্ষা, গোয়েন্দা এবং অন্যান্য শীর্ষ কর্মকর্তাদের ডাকেন এবং ইউক্রেন সংকট ও দোনেৎস্ক এবং লুহানস্কের স্বীকৃতির ব্যাপারে তাদের মতামত নেন।
প্রসঙ্গত, গোপন এ বৈঠকে পুতিন তার গোয়েন্দা প্রধানকে তিরস্কার করেছেন বলে জানা গেছে। দেশটির গোয়েন্দা সংস্থা এসভিএফ এর প্রধান সের্গেই নারিশকিন বলেন, আমি দোনেৎস্ক এবং লুহানস্ককে রাশিয়ার অন্তর্ভুক্ত করার প্রস্তাব সমর্থন করছি। এ সময় পুতিন আমাকে তীব্র ভর্ৎসনা করে তাকে বলেন, আমরা এ বিষয়ে আলোচনা করছি না। আমরা তাদের স্বাধীনতার স্বীকৃতি দেয়ার ব্যাপারে আলোচনা করছি।
/এসএইচ
Leave a reply