বিমানবন্দরে আরব আমিরাতগামীদের করোনা টেস্টের বাধ্যবাধকতা প্রত্যাহার

|

সংযুক্ত আরব আমিরাত যেতে ৬ ঘণ্টা আগে যাত্রীদের আরটিপিসিআর টেস্ট করানোর বাধ্যবাধকতা প্রত্যাহার করেছে সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ।

মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষ, বেবিচকের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম. মফিদুর রহমান এ নির্দেশনা জারি করেন। এর আগে, বাংলাদেশ থেকে সংযুক্ত আরব আমিরাতের শহর দুবাই, শারজাহ ও আবুধাবি যেতে ফ্লাইটের ৬ ঘণ্টার মধ্যে বাধ্যতামূলকভাবে যাত্রীদেরকে বিমানবন্দরে করোনা টেস্ট করাতে হতো। সেই আরটিপিসিআর টেস্ট করানোর সিদ্ধান্ত থেকে সরে এসেছে বেবিচক।

সংযুক্ত আরব আমিরাতের সম্মতিতে গত বছরের ২৯ সেপ্টেম্বর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে করোনার আরটি-পিসিআর পরীক্ষা শুরু হয়। এই টেস্ট করাতে যাত্রীদের গুনতে হতো ১ হাজার ৬০০ টাকা।

/এডব্লিউ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply