বিক্ষোভ দমনে জরুরি আইন প্রণয়নে সমর্থন কানাডার আইনপ্রণেতাদের

|

ছবি: সংগৃহীত

করোনার বিধিনিষেধ বিরোধী বিক্ষোভ দমনে জরুরি আইন প্রণয়নে প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর প্রস্তাবের পক্ষে সমর্থন দিলেন কানাডার আইনপ্রণেতারা। ডয়চে ভেলের খবর।

সোমবার (২১ ফেব্রুয়ারি) এ আইনের পক্ষে ভোট পড়ে ১৮৫টি। এর মধ্য দিয়ে বিক্ষোভ দমনে তাৎক্ষণিক আইন প্রয়োগের ক্ষমতা পেলো রাষ্ট্রটি।

সমাবেশ নিষিদ্ধ বা নিয়ন্ত্রণ করা ও নির্দিষ্ট এলাকায় জনসাধারণের চলাচল নিয়ন্ত্রণ করা যাবে এই জরুরি আইনের মাধ্যমে। এছাড়া আদালতের নির্দেশ ছাড়া নাগরিকদের ব্যাংক হিসাব জব্দ করতে পারবে কর্তৃপক্ষ। আইন লঙ্ঘন করলে রয়েছে জরিমানা ও কারাদণ্ডের বিধান। তবে এ আইন প্রণয়নের সিদ্ধান্তের বিরোধিতা করেছে দেশটির বিরোধী দল। মূলত আবারও বিক্ষোভ শুরু হবার আশঙ্কা থেকে এই আইন প্রণয়নের প্রস্তাব করেন ট্রুডো। সাধারণত জরুরি আইন ঘোষণার ৩০ দিন পর এর প্রয়োগের মেয়াদ শেষ হয়। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে নির্ধারিত সময়ের আগেই আইন প্রত্যাহার করতে পারে কানাডা সরকার।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply