যুব সমাজকে চাকরির জন্য আর সরকারের দিকে তাকিয়ে থাকার প্রয়োজন নেই। আইটি সেক্টরই তাদের জন্য রয়েছে অবারিত সুযোগ। এ কথা জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। দুপুরে হোটেল সোনারগাঁওয়ে তৃতীয় বিপিও সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় বলেন, আমরা সামনের দিকে তাকানোতে বিশ্বাসী। আওয়ামী লীগ কোন ভাবেই দেশকে আর পেছাতে দেবে না। তিনি আরও বলেন, আওয়ামী লীগ সরকার শুধুমাত্র দেশের অগ্রগতিতে বিশ্বাসী।
সরকারের তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) বিভাগের তথ্য ও যোগাযোগপ্রযুক্তি অধিদফতর এবং বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব কলসেন্টার অ্যান্ড আউটসোর্সিংয়ের (বাক্য) যৌথ উদ্যোগে দুই দিনব্যাপী এ সামিট অনুষ্ঠিত হচ্ছে।
দেশি-বিদেশি তথ্যপ্রযুক্তিবিদ, সরকারের নীতিনির্ধারক, গবেষক, শিক্ষার্থী এবং বিপিও খাতের সঙ্গে জড়িতরা এতে অংশ নিয়েছেন।
এবারের আয়োজনে দেশের আউটসোর্সিং খাতকে আরও কীভাবে ভালো করা যায় সে বিষয়ে বিশ্বকে জানানো হবে এবং সরকারের রূপকল্প-২০২১ বাস্তবায়নে বিপিও খাতের বিভিন্ন উদ্যোগ তুলে ধরা হবে।
Leave a reply