আন্তর্জাতিক পর্যটকদের জন্য খুলে গেলো অস্ট্রেলিয়ার দরজা। করোনা বিধিনিষেধের কারণে বন্ধ থাকার দু’বছর পর এবার ভ্রমণপিপাসুদের জন্য সীমান্ত খুলে দিলো দেশটি।
ভাইরাসের প্রকোপ ঠেকাতে ২০২০ সালের মার্চে ভ্রমণ নিষেধাজ্ঞা দেয় অস্ট্রেলিয়া। গত বছর কিছুটা শিথিল হয় কড়াকড়ি। প্রবেশের সুযোগ পান অস্ট্রেলীয় নাগরিকরা। তবে আন্তর্জাতিক পর্যটকদের জন্য বন্ধই ছিলো সীমান্ত। কড়াকড়ি তুলে নেয়ায় সোমবার (২১ ফেব্রুয়ারি) থেকে দেশটিতে ঢোকার সুযোগ পান তারা।
এদিন ৫০টি আন্তর্জাতিক ফ্লাইট সিডনিতে অবতরণ করে। দু’ডোজ টিকাগ্রহীতাদের কোয়ারেন্টাইনের প্রয়োজন হবে না বলে জানানো হয়েছে। যারা টিকা নেননি, নিজ খরচে দু’সপ্তাহ হোটেলে থাকতে হবে তাদের। অন্যদিকে, পশ্চিম অস্ট্রেলিয়ায় যেতে চাইলে, নিশ্চিত করতে হবে বুস্টার ডোজ।
এসজেড/
Leave a reply