পশ্চিম আফ্রিকার দেশ বুরকিনা ফাসোর স্বর্ণখনিতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ৬০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে এখন পর্যন্ত। এতে আহত হয়েছেন আরও অনেক শ্রমিক।
সোমবার (২১ ফেব্রুয়ারি) এ বিস্ফোরণের ঘটনা ঘটে। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে জানানো হয়, দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় পনি প্রদেশের একটি স্বর্ণখনির বিশাল এলাকাজুড়ে হয় এই বিস্ফোরণ। এতে উপড়ে পড়ে আশপাশের গাছপালা। বেশ কিছু বাড়িঘরও ক্ষতিগ্রস্ত হয়।
বিস্ফোরণের কারণ সম্পর্কে এখনও জানা যায়নি। তবে খনিটি থেকে স্বর্ণ উত্তোলনের অনুমোদন ছিল না খনিটির। স্থানীয়রা জানিয়েছে, বহু শিশু শ্রমিকও কাজ করে খনিটিতে। বুরকিনা ফাসোয় কোনো নিরাপত্তা ব্যবস্থা ছাড়াই এধরনের অনুমোদনহীন খনিতে কাজ করে অবৈধ কারবারীরা।
এসজেড/
Leave a reply