আইপিএলের কারণে পাকিস্তানে খেলবেন না ওয়ার্নার-কামিন্সরা

|

ছবি: সংগৃহীত

আইপিএলে খেলার কারণে পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে থাকছেন না অস্ট্রেলিয়ার বেশ কিছু তারকা ক্রিকেটাররা। প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, জশ হ্যাজলউড, ডেভিড ওয়ার্নার ও ম্যাথু ওয়েডদের ছাড়াই পাকিস্তান সফরে লড়বে অস্ট্রেলিয়া।

অজি তারকাদের অনুপস্থিতিতে দলে ডাক পেয়েছেন ট্রাভিস হেড ও জশ ইংলিশ। ফলে ২০১৮ সালের পর প্রথমবারের মতো ওয়ানডে খেলার সুযোগ পেয়েছেন ট্রাভিস। তবে এই সিরিজে নাম না থাকলেও আগামী ৬ এপ্রিল পর্যন্ত আইপিএলের কোনো ম্যাচে মাঠে নামতে পারবেন না অস্ট্রেলিয়ান ক্রিকেটাররা। এই সময়ে কোয়ারেন্টাইনে থাকতে হবে এই অজি ক্রিকেটারদের।

ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাচক জর্জ বেইলি অবশ্য আইপিএলের কারণে জাতীয় দলে না খেলা ক্রিকেটারদের পাশেই দাঁড়াচ্ছেন। তিনি বলেন, নিঃসন্দেহে আইপিএল একটি গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট। এর মাধ্যমে ক্রিকেটাররা নিজেদের ফর্মের উন্নতি করতে পারবে। তাই কোনোভাবেই আইপিএলকে খাটো করে দেখার সুযোগ নেই। ওয়ার্নার-হ্যাজেলউডদের পাশাপাশি, পাকিস্তান সফর শেষে দলের সাথে থাকা আরও ৫ জন ক্রিকেটার অংশ নেবে আইপিএলে।

আরও পড়ুন: নিজেকে গবাদি পশুর মতো মনে হয়; আইপিএল নিলাম প্রসঙ্গে উথাপ্পা


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply