৩ ম্যাচ ওয়ানডে সিরিজের ১ম ম্যাচে আফগানিস্তানের মুখোমুখী টাইগাররা। টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন সফরকারীদের অধিনায়ক হাসমাতুল্লাহ শহিদি। এ ম্যাচের মাধ্যমে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বাংলাদেশের জার্সিতে ওয়ানডে অভিষেক হচ্ছে অলরাউন্ডার ইয়াসির রাব্বির। বাংলাদেশ সময় সকাল ১১টায় শুরু হবে ম্যাচটি।
এ সিরিজের মাধ্যমে ৭ মাস পর ওয়ানডে খেলতে নামছে টাইগাররা। আইসিসির ওয়ানডে সুপার লিগের অংশ হওয়ায় উভয় দলের জন্যই খুবই গুরুত্বপূর্ণ এ সিরিজটি।
ওয়ানডে সুপার লিগে এখন বেশ ভালো অবস্থানে আছে উভয় দল। ১২ ম্যাচে ৮ জয় থেকে আসা ৮০ পয়েন্ট নিয়ে তালিকার ২ নম্বরে বাংলাদেশ। আর, নিজেদের খেলা ৬ ম্যাচের সবকটিতে জিতে ৬০ পয়েন্ট নিয়ে তালিকার পঞ্চম স্থানে রয়েছে আফগানরা। দুই দলই চায় চলমান সিরিজ জিতে পয়েন্ট টেবিলে আরও এগিয়ে যাবার।
একনজরে দুই দলের একাদশ
বাংলাদেশ
তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), ইয়াসির আলী চৌধুরী, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন ধ্রুব, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান।
আফগানিস্তান
রহমানউল্লাহ গুরবাজ (উইকেটরক্ষক), ইবরাহিম জাদরান, রহমত শাহ, হাশমতউল্লাহ শহিদি (অধিনায়ক), নাজিবউল্লাহ জাদরান, গুলবাদিন নাইব, মোহাম্মদ নবী, রশিদ খান, মুজিব উর রহমান, ইয়ামিন আহমাদজাই, ফজল হক ফারুকি।
/এসএইচ
Leave a reply