ভিয়ারিয়ালে আটকে রইলো য়্যুভেন্টাস

|

ছবি: সংগৃহীত

ইতালিয়ান জায়ান্ট য়্যুভেন্টাসকে ১-১ গোলে রুখে দিয়েছে স্প্যানিশ ক্লাব ভিয়ারিয়াল। স্পেনের মাঠ এল মাদ্রিগাল থেকে সমতা নিয়ে ফেরা ছাড়া উপায় ছিল না ম্যাসিমিলিয়ানো অ্যালেগ্রির দলের।

চ্যাম্পিয়ন্স লিগ অভিষেকে স্বপ্নের মতো শুরু পেয়েছেন ফিওরেন্টিনা থেকে য়্যুভেন্টাসে আসা স্ট্রাইকার ডুসান ভ্লাহোভিচ। ইউরোপ সেরার মঞ্চে প্রথম ম্যাচ খেলতে নেমে ৩২ সেকেন্ডের মধ্যেই স্কোর শিটে নাম তোলেন এই সার্বিয়ান তারকা। অনবদ্য লং পাসে এই গোল অ্যাসিস্ট করেন ফুলব্যাক দানিলো।

তবে ভ্লাহোভিচ আর য়্যুভেন্টাসের ম্যাচে এমন উৎসব করার দ্বিতীয় উপলক্ষ্য আসেনি। উল্টো ধীরে ধীরে ম্যাচে ফেরে ভিয়ারিয়াল। ৬৬ মিনিটে ড্যানিয়েল পারেহোর গোলে ম্যাচে সমতা আনে স্প্যানিশ ক্লাবটি। বাকি সময় চেষ্টা করেও কোনো পক্ষই এগিয়ে যেতে পারেনি। তবে য়্যুভেন্টাস তাদের অ্যাওয়ে গোলটি নিয়ে সন্তুষ্ট থাকতে পারে।

আরও পড়ুন: হ্যাভার্জ ও পুলিসিচের গোলে চেলসির জয়


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply