জমে উঠছে চট্টগ্রামের বইমেলা, নজর কাড়ছে বিদ্যানন্দের ব্যতিক্রমী স্টল

|

বই কিনলে গাছ মিলছে বিনামূল্যে চট্টগ্রামের বই মেলার একটি স্টলে।

চট্টগ্রামে ধীরে ধীরে জমে উঠছে বইমেলা। মেলায় বিভিন্ন বয়সের এবং বিভিন্ন শ্রেণি-পেশার পাঠকের পাশাপাশি শিশু কিশোরদের উপস্থিতিও লক্ষ্যনীয়। তবে বিদ্যানন্দের ব্যতিক্রমধর্মী স্টল নজর কাড়ছে সবার। বই কিনলে সাথে বিনামূল্যে মিলছে গাছ।

তবে এখনও বই মেলায় ক্রেতার চেয়ে দর্শনার্থীই বেশি। মূলত সন্ধ্যার পরই বসছে লেখক-পাঠকদের মিলনমেলা। প্রতিদিন আসছে নতুন নতুন বই। কয়েকদিন পর বেচাকেনাও বাড়বে বলে আশা প্রকাশকদের।

ছুটির দিনে কোলাহলমূখর থাকলেও, অন্যান্য দিন চট্টগ্রামে বইমেলায় খুব বেশি জনসমাগম থাকে না। তবে দিনের প্রথম ভাগের তুলনায় বিকেল থেকে বাড়ে মানুষের উপস্থিতি। জড়ো হন লেখক, পাঠক, ক্রেতা, দর্শনার্থীরা। প্রতিদিন মেলায় আসছে গল্প উপন্যাস ছড়া কবিতা, প্রবন্ধ সহ নানা ধরনের বই।

এবারের মেলায় ঢাকা ও চট্টগ্রামের ৯৫টি প্রকাশনা সংস্থার ১২০টি স্টল রয়েছে। গত ২০ ফেব্রুয়ারি চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়াম সংলগ্ন জিমনেশিয়াম মাঠে শুরু হওয়া বইমেলা চলবে ১০ মার্চ পর্যন্ত।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply