আফিফ-মেহেদির ব্যাটের ঘুরে দাঁড়ানোর প্রত্যয়

|

ছবি: সংগৃহীত

ধ্বংসস্তুপ থেকে আফিফ হোসেন ও মেহেদি মিরাজে ব্যাটে ঘুরে দাঁড়ানোর প্রত্যয় দেখাচ্ছে বাংলাদেশ। ২৮ রানে ৫ ও ৪৫ রানে ৬ উইকেটের পতনের পর এই দুই ব্যাটারের অবিচ্ছিন্ন জুটিতে এসেছে ৮১ রান। আফিফ ৪৬ এবং মিরাজ ব্যাট করছেন ৩৭ রান নিয়ে। প্রতিবেদনটি লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ২৯ ওভারে ৬ উইকেট হারিয়ে ১২৬ রান। জয়ের জন্য বাংলাদেশের এখনও দরকার ১২৬ বলে ৯০ রান।

এর আগে, বাঁহাতি পেসার ফজল হক ফারুকির দুর্দান্ত বোলিংয়ের জবাব দিতে না পেরে গুঁড়িয়ে গেছে টপ ও মিডল অর্ডার। ফারুকি তার প্রথম ৩ ওভারেই ফিরিয়ে দিয়েছেন ৪ বাংলাদেশি ব্যাটারকে। দুই টাইগার ওপেনার তামিম ইকবাল ও লিটন দাসের পর ফিরে গেছেন মুশফিকুর রহিম ও অভিষিক্ত ইয়াসির রাব্বি। এরপর ব্যাটিং বিপর্যয়ের ষোলকলা পূর্ণ করে মুজিব উর রেহমানের বলে বোল্ড হয়েছেন সাকিব আল হাসান। এরপর রশিদ খান বোলিংয়ে এসেই ফিরিয়ে দিয়েছেন মাহমুদউল্লাহকে।

৪৫ রানে ৬ উইকেট হারিয়ে ফারুকি-মুজিব-রশিদদের সামনে অসহায় আত্মসমর্পণের সকল ক্ষেত্র যখন প্রস্তুত, তখনই আফিফ ও মিরাজের ব্যাটে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিচ্ছে বাংলাদেশ।

এর আগে টস জিতে, টস জিতে ব্যাট করতে নেমে ৪৯.১ ওভারে সবকটি উইকেট হারিয়ে ২১৫ রান সংগ্রহ করে আফগানিস্তান।

আরও পড়ুন: বাংলাদেশের টার্গেট ২১৬ রান


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply