খাবার দিতে দেরি হওয়ায় বিয়ের আসর থেকে চলে গেলো বরপক্ষ

|

প্রতীকী ছবি

খাবার দিতে দেরি হওয়ায় বিয়েতে অস্বীকার করে বিয়ের আসর ছেড়ে চলে গেলো বরপক্ষ। তবে যাওয়ার আগে বিয়ের খরচের টাকা মেয়ের বাবাকে দিয়ে যায় তারা। এই ঘটনায় মেয়ের বাড়ি থেকে পুলিশে অভিযোগ দায়ের করা হয়েছে।

ভারতীয় গণমাধ্যম আজতাক বাংলার প্রতিবেদনে বলা হয়, ভারতের বিহারের পুরণিয়ায় রাজকুমার ওরাও নামের এক যুবক বিয়ে করতে যায় একই জেলার ধমদহ থানায়। পরে বিয়ের আসরে বরযাত্রীদের খাবার পরিবেশন করতে দেরি করে ফেলে কন্যাপক্ষ। আর তাতেই রেগে যায় বর। রেগে বিয়ের আসর ছেড়ে সবাইকে নিয়ে উঠে আসে সে।

এলাকাবাসী ও পঞ্চায়েত উভয় পক্ষের মধ্যে বিষয়টি মীমাংসার চেষ্টা করা হয়। কিন্তু কোনো লাভ না হওয়ায় বর ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

এই ঘটনায় কনের মা থানায় বর ও তার বাবার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অমিত কুমার জানান, এই ঘটনায় একটি অভিযোগ পাওয়া গিয়েছে। আমরা বিষয়টি খতিয়ে দেখছি।

/এনএএস


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply