রুশপন্থীদের হামলায় ইউক্রেন সেনাবাহিনীর এক সদস্য নিহত হয়েছে। এছাড়া এতে আহত হয়েছেন আরও ৬ ইউক্রেনীয় সেনা। পূর্ব ইউক্রেনের বিদ্রোহী নিয়ন্ত্রিত অঞ্চলে যুদ্ধ চালিয়ে যাচ্ছেন রুশপন্থী যোদ্ধারা। ইউক্রেন জানিয়েছে, ২৪ ঘণ্টায় অন্তত ৯৬টি স্থানে গোলাগুলির ঘটনা ঘটেছে। ক্রমশ অশান্ত হয়ে পড়ছে ওই অঞ্চলটি।
ট্রিবিউন ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়, রুশ সেনারাও এগিয়ে আসছে ইউক্রেনের দিকে। স্যাটেলাইট ছবিতে তাদের সমর প্রস্তুতি স্পষ্টভাবে ধরা পড়েছে। এরইমধ্যে রাশিয়ার সমর্থনে ইউক্রেনের মধ্যেই বিদ্রোহীরা হামলার পরিমাণ বাড়িয়ে দিয়েছে। ইউক্রেন জানিয়েছে, বিদ্রোহীরা এখন ভারী সরঞ্জাম, মর্টার এবং গ্রাড রকেট সিস্টেম ব্যবহার করছে।
আরও পড়ুন: পুতিনের পূর্ব ইউক্রেনে সেনা পাঠানোর সিদ্ধান্তকে ‘জিনিয়াস’ বললেন ট্রাম্প
এর আগে চলমান এই উত্তেজনার মধ্যে ইউক্রেনের দুই অঞ্চল দোনেৎস্ক এবং লুহানস্ককে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দিয়েছে রাশিয়া। রুশপন্থী বিদ্রোহীদের নিয়ন্ত্রণে থাকা অঞ্চল দুটিতে সেনা মোতায়েনেরও ঘোষণা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তবে ইউক্রেন এ ঘোষণাকে দেখছে সামরিক আগ্রাসন হিসেবে।
উল্লেখ্য, ২০১৪ সালে ইউক্রেনে হামলার মাধ্যমে ক্রিমিয়া দখলে নেয় রাশিয়া। সেইসময় থেকেই শহরটির নিয়ন্ত্রণে রুশ সমর্থিত বিচ্ছন্নতবাদীরা। কিয়েভের শঙ্কা, সশস্ত্র গোষ্ঠীটির ওপর হামলা হয়েছে এমন অভিযোগে ইউক্রেনে আগ্রাসন চালাতে পারে পুতিন বাহিনী।
/এনএএস
Leave a reply