অভিনব সব কৌশলে চট্টগ্রামে সক্রিয় সংঘবদ্ধ কিছু ছিনতাইকারী চক্র। এর মধ্যে একটি চক্র ছিনতাই করে শুধু ব্যাংকিং আওয়ারে। সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ওৎ পেতে ব্যাংকে! সপ্তাহে দুদিন ছুটি ও কাটায় তারা! তাদের কর্মকাণ্ড দেখে পুলিশও অবাক। এমন আরও কয়েকটি চক্র দাপিয়ে বেড়াচ্ছে বন্দরনগরী বলে জানিয়েছে পুলিশ।
জানা গেছে, শুধুমাত্র ব্যাংক গ্রাহকদের টার্গেট করে পিছু নেয় চক্রটি। পরে গায়ের ওপর বমি করে পরিষ্কারের নামে সুযোগ বুঝে হাতিয়ে নেয় টাকার ব্যাগ।
চট্টগ্রামে পুলিশের হাতে ধরা পড়া এ চক্রের ৭ সদস্য দিয়েছে আরও বেশকিছু চাঞ্চল্যকর তথ্য। ব্যাংকারদের মতো তাদেরও সপ্তাহে দু’দিন ছুটি। বাকি ৫ দিনও ছিনতাই করে সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত। সিএমপি ডবলমুরিং জোনের সহকারি কমিশনার আরিফ হোসেন বলেন, আসলে তাদের কর্মপদ্ধতি একটু ইউনিক, ওরা ব্যংক আওয়ার ও সকাল ৯ টা থেকে ১১টা পর্যন্ত কাজ করে।
ব্যাংক পাড়া খ্যাত আগ্রাবাদ ছাড়াও ব্যস্ততম ইপিজেড মোড়, কোতোয়ালী ও নিউমার্কেট এলাকায় ঘড়ি ধরে আট ঘণ্টা ওৎ পেতে থাকে ছিনতাইকারি চক্রটি। চট্টগ্রামে এরকম অভিনব কৌশল অবলম্বন করা এমন আরও কয়েকটি চক্র এখনও সক্রিয় আছে বলে জানা গেছে। তো আমরা ইতোমধ্যেইই এদেরকে নজদারিও করছি।
তিনি আরও বলেন, যেহেতু চক্রগুলো ইন্টারলিংকড, একটার সাথে আরেকটা কানেকটেড আর চক্রগুলোর মেম্বাররাও একে অপরকে খুব ভালমতো চেনে জানে। আশা করছি আরও দুই একটা চক্রের সন্ধান আমরা পেয়ে যাবো।
২০ দিনের ব্যবধানে এমন দুটি চক্রকে গ্রেপ্তারের পর নজরদারি বাড়িয়েছে পুলিশ। শহরের প্রবেশমুখগুলোতে বসেছে চেকপোস্ট। পুলিশের দাবি, চট্টগ্রামে ছিনতাইয়ে জড়িতদের বেশিরভাগই বহিরাগত। কাজ শেষে শহর ছাড়ে তারা।
/এসএইচ
Leave a reply