ইউক্রেনে সংঘাত বাড়লে বিশ্বে ভয়াবহ সংকট দেখা দেবে: জাতিসংঘের মহাসচিব

|

জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস। ছবি: সংগৃহীত

ইউক্রেনে সংঘাত বাড়লে স্মরণকালের ভয়াবহ সংকট দেখবে বিশ্ব। সাধারণ পরিষদের অধিবেশনে এমন আশঙ্কার কথা জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস। রক্তপাত ছাড়া সংকট সমাধানে রাশিয়া ও ইউক্রেনের প্রতি আহ্বান জানান তিনি।

অ্যান্তনিও গুতেরেস বলেন, ইউক্রেনে সংঘাত ছড়ালে তার ভয়াবহতা এতোটা তীব্র হবে যা বহু বছর দেখা যায়নি। এটা ধৈর্য আর উত্তেজনা প্রশমনের সময়। এমন কোনো কথা বা পদক্ষেপ নেয়া উচিত নয়, যাতে পরিস্থিতি নরকে পরিণত হয়। ইউক্রেনের সাধারণ মানুষের জীবন রক্ষায় কার্যকর অস্ত্রবিরতি আর আলোচনার পথে ফেরা উচিত।

এদিকে ডেইলি সাবাহর এক প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে, (গুতেরেস) পশ্চিমের চাপের কাছে মাথা নত করেছেন এবং পূর্ব ইউক্রেনের ঘটনা নিয়ে বেশ কয়েকটি বিবৃতি দিয়েছেন যা জাতিসংঘ সনদের অধীনে তার মর্যাদা এবং ক্ষমতার সাথে সঙ্গতিপূর্ণ নয়।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply