রাশিয়ার বোমা হামলায় নিহত অন্তত ৭: ইউক্রেন পুলিশ

|

ছবি: সংগৃহীত

রাশিয়ার সামরিক বাহিনীর বোমা হামলায় অন্তত ৭ জনের প্রাণহানি ঘটেছে বলে জানিয়েছে ইউক্রেনের পুলিশ। বৃহস্পতিবার ইউক্রেনের বন্দরনগরী ওদেসায় রুশ সেনাবাহিনীর বোমা হামলায় প্রাণহানির এই ঘটনা ঘটে। খবর বিবিসির।

খবরে বলা হয়েছে, রাশিয়ার বিমান হামলায় ইউক্রেনের সাত নাগরিক নিহত হয়েছেন। ইউক্রেনের সামরিক স্থাপনা পোডিলস্ক এলাকায় এ বোমা হামলা হয়েছে। পোডিলস্কের ওদেসা এলাকায় বোমা হামলায় ছয়জন নিহত হয়েছেন। এ হামলায় আহত হয়েছেন আরও ৭ জন। আর ইউক্রেনের মারিওপোল এলাকায় বোমা হামলায় আরও একজন নিহত হয়েছেন। পুলিশ জানিয়েছে, এখনও ১৯ জন নিখোঁজ রয়েছে।

এদিকে বিবিসির সাংবাদিকেরা বলছেন, ইউক্রেনের চারপাশ দিয়ে রুশ সেনারা ঢুকে পড়েছেন। ইউক্রেনের রাজধানী কিয়েভে ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় আরও রক্তপাত এড়াতে ইউক্রেনের সেনাদের অস্ত্র পরিত্যাগের আহ্বান জানিয়েছেন ভ্লাদিমির পুতিন।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply