করোনা টেস্ট জালিয়াতি চক্রের ১৪ সদস্য গ্রেফতার

|

ছবি: সংগৃহীত

বিদেশগামী যাত্রীদের করোনা টেস্ট জালিয়াতি চক্রের ১৪ জনকে গ্রেফতার করেছে র‍্যাব । চক্রটি করোনা টেস্টের নেগেটিভ রিপোর্ট দেবে এমন মিথ্যা আশ্বাসে যাত্রীদের কাছ থেকে কোটি টাকা হাতিয়ে নিয়েছে।

বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে কারওয়ান বাজারে র‍্যাবের মিডিয়া সেন্টারে আয়োজিত ব্রিফিংয়ে এসব তথ্য জানায় র‍্যাব।

র‍্যাব জানায়, কয়েকটি টিম ঢাকা, কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এই চক্রের মূল হোতা বেলাল প্রথমে করোনা টেস্টের রিপোর্ট নিয়ে প্রতারিত হয়। পরে বেলাল নিজেই জাল জালিয়াতি করতে চক্র তৈরি করে প্রতারণায় নামে।

র‍্যাব আরও জানায়, করোনা টেস্টের জন্য এই চক্র জনপ্রতি ১০ থেকে ১৫ হাজার টাকা গ্রহণ করে। এইভাবে ৬ শতাধিক যাত্রীর সাথে করোনা টেস্টের নেগেটিভকে পজেটিভ বলে প্রতারণা করেছে চক্রটি।
আরও পড়ুন: ‘দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে সব দলকে নিয়ে শিগগিরই আন্দোলনে নামবে বিএনপি’
ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply