ইউক্রেনে রুশ হামলার পরই তেলের বাজারে আগুন

|

ইউক্রেনে রুশ হামলার পরই তেল ও স্বর্ণের বাজারে ঊর্ধ্বগতি।

ইউক্রেন ভূখণ্ডে রাশিয়া হামলা চালানোর খবর প্রকাশের পরই তেলের বাজারে দেখা দিয়েছে আগুন। আট বছর পর, প্রথমবারের মতো অপরিশোধিত জ্বালানি তেলের মূল্য ব্যারেল প্রতি ছাড়িয়েছে ১০০ ডলার।

আগামী কয়েকদিনে অপরিশোধিত জ্বালানি তেলের মূল্য আরও বাড়বে বলেই পূর্বাভাস দিয়েছেন অর্থনৈতিক বিশ্লেষকরা। সেই সাথে, একলাফে বেড়েছে স্বর্ণের মূল্যও। ১০ গ্রাম স্বর্ণের মূল্য ছাড়িয়েছে ১ হাজার ৯শ’ ৫০ ডলার। আগামী ২৪ ঘণ্টায় স্বর্ণের মূল্য দু’হাজার ডলার পার করবে বলে দেয়া হয়েছে পূর্বাভাস।

এদিকে, সাবেক সোভিয়েত ইউনিয়নভুক্ত রাশিয়া ও ইউক্রেনের এই সংঘাতের প্রভাব পড়েছে আন্তর্জাতিক পুঁজিবাজারে। ৩ শতাংশ দরপতনের মধ্য দিয়ে শুরু হয়েছে এশিয়ার শেয়ার মার্কেটগুলোর লেনদেন। ভারতের পুঁজিবাজারে ঘটেছে ভয়াবহ দরপতন। বিএসই সেনসেক্স এবং নিফটি ফিফটির সূচক ৩ শতাংশের বেশি কমে গেছে। এছাড়া, কোরিয়া ও জাপানের স্টক লেনদেনেও পড়েছে ভাটা।

আরও পড়ুন: অস্ত্র হামলার পর এবার সাইবার হামলার শিকার ইউক্রেন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply