জিতলেই সিরিজ বাংলাদেশের

|

ছবি: সংগৃহীত

ডুবতে থাকা জাহাজকে নোঙরে ভেড়ানোর মতো করেই একদিন আগে বিপদে পড়া বাংলাদেশকে জয়ের বন্দরে পৌঁছে দিয়েছিলেন আফিফ হোসেন ধ্রুব ও মেহেদি হাসান মিরাজ। সপ্তম উইকেটে দু’জনের অপরাজিত রেকর্ড ১৭৪ রানের ‍জুটি অবিশ্বাস্যভাবে ম্যাচ জিতিয়েছে বাংলাদেশকে। দুর্দান্ত ওই জয়ে স্বাগতিকরা এখন সিরিজ জয়ের সামনে। তিন ম্যাচ ওয়ানডে সিরিজের বাকি দুই ম্যাচের একটি জিতলেই সিরিজ বাংলাদেশের।

শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচটি খেলতে নামবে বাংলাদেশ। ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় সকাল ১১টায়। এই ম্যাচ জিতলেই বাংলাদেশের সিরিজ নিশ্চিত। না পারলেও সুযোগ থাকবে তৃতীয় ওয়ানডেতে।

অবশ্য হেড কোচ রাসেল ডমিঙ্গো অতদূর তাকাতে চান না। শুক্রবার আফগানদের আরেকবার হারিয়ে সিরিজ জয় নিশ্চিত করার ইচ্ছার কথা জানিয়েছেন বাংলাদেশ জাতীয় দলের হেড কোচ।

সিরিজ জয়ের সঙ্গে ইংল্যান্ডকে টপকে বাংলাদেশের সামনে ওয়ানডে সুপার লিগের পয়েন্ট টেবিলে শীর্ষে ওঠার সুযোগ। এক ঢিলে দুই পাখি মারতে প্রস্তুত টাইগাররা। ম্যাচটি শুরু হবে বেলা ১১টায়।

আজ দ্বিতীয় ম্যাচে জয়ের পুনরাবৃত্তি ঘটানোই লক্ষ্য। ওয়ানডে চ্যাম্পিয়নশিপে ১৩ ম্যাচে বাংলাদেশের পয়েন্ট ৯০। শীর্ষে থাকা ইংল্যান্ডের পয়েন্ট ৯৫। আজ জিতলেই ১০০ পয়েন্ট নিয়ে বাংলাদেশ শীর্ষে উঠে যাবে। ওয়ানডে সুপার লিগে আফগানিস্তানও ভালো অবস্থায় ছিল। তারা সপ্তম ম্যাচে এসে প্রথম হারের স্বাদ পেয়েছে। প্রথম ওয়ানডেতে আফগানিস্তান যেখান থেকে হেরেছে, সেটা তাদের কল্পনাতেও হয়তো ছিল না।

বাংলাদেশ সম্ভাব্য একাদশ: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, ইয়াসির আলি রাব্বি, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলাম।

আফগানিস্তান সম্ভাব্য একাদশ: রহমানউল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, হাশমতউল্লাহ শহিদি (অধিনায়ক), রহমত শাহ, মোহাম্মদ নবি, গুলবাদিন নাইব, নাজিবউল্লাহ জাদরান, রশিদ খান, ফজল হক ফারুকি, মুজিব-উর-রহমান ও ইয়ামিন আহমদজাই।
আরও পড়ুন: শ্রীলঙ্কাকে বড় ব্যবধানে হারালো ভারত
ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply