ইংলিশ লিগের ম্যাচে উলভারহ্যাম্পটনের বিপক্ষে ২-১ গোলের জয় পেয়েছে আর্সেনাল। এই জয়ে টপ ফোরের দৌড়ে জায়গা পোক্ত করলো গানাররা।
ঘরের মাঠ এমিরেটস স্টেডিয়ামে শুরুতেই একের পর এক আক্রমণে গানারদের ডেরায় কাঁপন ধরিয়ে দেয় উলভসরা। ১০ মিনিটে দলটির কোরিয়ার ফরোয়ার্ড হওয়াং হি-চান লিড এনে দেন উলভারহ্যাম্পটনকে। এরপর দুই দলই আক্রমণ করলেও গোলের দেখা না পাওয়ায় ১-০’র স্কোরলাইনে শেষ হয় প্রথমার্ধ।
দ্বিতীয়ার্ধে ম্যাচে ফেরে আর্সেনাল। অবশেষে ৮২ মিনিটে আসে কাঙ্ক্ষিত গোল। নিকোলাস পেপের গোলে সমতায় ফেরে আর্সেনাল। ইনজুরি টাইমেরও একদম শেষ মিনিটে আর্সেনালের জয় নিশ্চিত করেন ফরাসি স্ট্রাইকার আলেক্সান্ডার লাকাজেট। এই নাম্বার নাইনের আক্রমণ ঠেকাতে গিয়ে নিজের হাতেই বল জালে জড়িয়ে দেন উলভস গোলরক্ষক জোসে সা।
এই জয়ে প্রিমিয়ার লিগের টেবিলের ৫ নম্বরে আছে এখন গানাররা। তবে প্রথম চার দলের মধ্যে চেলসি ছাড়া সবার চেয়েই দুই ম্যাচ কম খেলে টপ ফোরে থেকে লিগ শেষ করার লক্ষ্যের বেশ কাছে এখন মিকেল আর্তেতার দল।
আরও পড়ুন: নাপোলিকে হারিয়ে শেষ ষোলোতে বার্সা
Leave a reply