বান্দরবানের রুমা উপজেলার গ্যালেংগা ইউনিয়নের আবু পাড়া নামক গ্রামে জমি নিয়ে সংঘর্ষের ঘটনায় চার ছেলেসহ পাড়াপ্রধান নিহত হয়েছে।
শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) সকালে রুমা উপজেলার গ্যালেংগা ইউনিয়নের আবু পাড়ার ৭ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, পাড়াবাসীর সাথে কারবারি পরিবারের মধ্যে বিরোধ চলছিল। এ ঘটনাকে কেন্দ্র করে সকালে পাড়াবাসীদের সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষ বাধলে পাড়াবাসীরা ধারালো অস্ত্র নিয়ে পাড়াপ্রধান ও তার ছেলেদের ওপর হামলা চালায়। ঘটনাস্থলেই পাড়া প্রধান ও তার বড় ছেলে মারা যায়। পরে আরও তিন ছেলে মারা যায়। খবর পেয়ে ঘটনাস্থলের দিকে পুলিশ রওনা দিয়েছে।
এ বিষয়ে বান্দরবান রুমার গ্যালেংগা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেনরত ম্রো বলেন, পাড়াবাসীরা পাড়ার কারবারি ও তার চার ছেলেকে কুপিয়েছে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত তিনি ঘটনাস্থলের দিকে রওনা দিয়েছেন।
বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) কাজী রকিব উদ্দিন বলেন, পাড়াবাসীরা বাবা ছেলেসহ পাচজনকে কুপিয়েছে বলে খবর পেয়েছি। আমি বর্তমানে ঘটনাস্থলে যাচ্ছি। সেখানে গেলে বিস্তারিত বলতে পারবো।
/এডব্লিউ
Leave a reply