ইউক্রেনের রাজধানীতে ঢুকে পড়েছে রুশ সেনা

|

ইউক্রেনে রাশিয়ার হামলার দ্বিতীয় দিনেই দেশটির রাজধানী কিয়েভে পৌঁছে গেছে রাশিয়ার সৈন্যরা। শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক টুইট বার্তায় এ তথ্য জানিয়েছে।

টুইটে বলা হয়, ‘শত্রুরা’ পৌঁছে গেছে ওবোলন এলাকায়। ইউক্রেনের পার্লামেন্ট থেকে ওই এলাকার দূরত্ব ৯ কিলোমিটারের মতো।

বিবিসি’র প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেনের প্রতিরক্ষা দফতর স্থানীয়দের উৎসাহ দিচ্ছে, যেন তারা মলোটভ ককটেল বানিয়ে রুশ বাহিনীকে প্রতিরোধের লড়াইয়ে যোগ দেয়। পাশাপাশি সরকারের পক্ষ থেকে তাদের নিরাপদ জায়গায় আশ্রয় নেয়ারও পরামর্শ দেওয়া হচ্ছে।

টুইটে বলা হয়েছে, শান্তিপ্রিয় বাসিন্দারা, সতর্ক থাকুন, নিজের বাড়ি ছেড়ে যাবেন না!

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply