ইউক্রেনের ৩৩টি বেসামরিক স্থানে হামলা চালিয়েছে রাশিয়া

|

ছবি: সংগৃহীত

রাশিয়ার বাহিনী বেসামরিক স্থানে হামলা জোরদার করেছে বলে জানিয়েছে ইউক্রেন। ইউক্রেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা ভাদিম ডেনিশেনকো রয়টার্সকে বলেন, রাশিয়া বলছে তারা বেসামরিক স্থানে হামলা চালাচ্ছে না। কিন্তু গত ২৪ ঘণ্টায় ৩৩টি বেসামরিক স্থানে হামলা চালানো হয়েছে।

বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) ইউক্রেনের দোনবাস অঞ্চলে ‘সামরিক অভিযানের’ ঘোষণা দেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এর পর থেকে ভয়াবহ সংঘাত চলছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, ইউক্রেনে রুশ হামলার প্রথম দিনে সেনা ও বেসামরিক নাগরিকসহ অন্তত ১৩৭ জন নিহত হয়েছেন।

আরও পড়ুন: ফায়ার বোমা দিয়ে কিয়েভ রক্ষা করুন, নাগরিকদের প্রতি প্রতিরক্ষা মন্ত্রণালয়

বৃহস্পতিবার পর্যন্ত রাশিয়ার সেনাবাহিনী ইউক্রেনের ৭৪ টি সামরিক স্থাপনা ও ১১টি বিমান ঘাঁটি ধ্বংস করেছে বলে দাবি করে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে বার্তা সংস্থা এপি এক প্রতিবেদনে এই তথ্য জানায়।

/এনএএস


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply