নিরাপত্তা পরিষদে ওঠা নিন্দা প্রস্তাবে ভেটো দিলো রাশিয়া

|

নিরাপত্তা পরিষদে নিজেদের বিরুদ্ধে ওঠা নিন্দা প্রস্তাবের বিরুদ্ধে ভেটো দিয়েছে রাশিয়া

ইউক্রেনে সামরিক অভিযানের প্রতিবাদে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে নিজেদের বিরুদ্ধে ওঠা নিন্দা প্রস্তাবে ভেটো দিয়েছে রাশিয়া। খবর রয়টার্সের।

শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) নিউইয়র্ক সিটিতে জাতিসংঘের সদর দফতরে সংস্থাটির নিরাপত্তা পরিষদের এ অধিবেশন বসে।

এ সময় ইউক্রেন ইস্যুতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে রাশিয়া তার ভেটো ক্ষমতা ব্যবহার করেছে। ইউক্রেনে রুশ অভিযান ইস্যুতে নিন্দার পক্ষে ভোট পড়েছে ১১টি। অন্যদিকে, বিপক্ষে পড়েছে মাত্র একটি ভোট। আর ভোটদানে বিরত ছিল তিনটি দেশ। চীন এ বিষয়ে সমালোচনা করতে সরাসরিই অস্বীকার করেছে।

উল্লেখ্য, জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অন্যতম স্থায়ী সদস্য রাশিয়া। আর চলতি মাসে কাউন্সিলের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন জাতিসংঘে নিযুক্ত রুশ প্রতিনিধি ভ্যাসিলি নেবেনজিয়া।

/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply