ইউরোপিয়ান ফুটবল: মাঠে নামছে টেবিল টপাররা

|

ছবি: সংগৃহীত

ইউরোপিয়ান ফুটবলে রাতে মাঠে নামছে টেবিল টপার দলগুলো। ইংলিশ প্রিমিয়ার লিগে রাত সাড়ে ১১ টায় এভারটনের আতিথ্য নেবে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা ম্যানচেস্টার সিটি। এর আগে রাত ৯টায় ওয়াটফোর্ডের বিপক্ষে মাঠে নামবে ম্যানচেস্টার ইউনাইটেড। লিগ ওয়ানে সেঁত এতিয়েনের বিপক্ষে রাত ২ টায় মাঠে নামবে মেসির পিএসজি। বুন্দেসলিগায় রাত সাড়ে ১১ টায় ফ্রাঙ্কফুটের আতিথ্য নেবে বায়ার্ন মিউনিখ। আর লা লিগায় একই সময় রায়ো ভায়োকানোর আতিথ্য নেমে রিয়াল মাদ্রিদ।

ইংলিশ প্রিমিয়ার লিগে শীর্ষস্থানের লড়াই জমে ওঠেছে ম্যানচেস্টার সিটি ও লিভারপুলের মধ্যে। সমান ম্যাচ খেলে তিন পয়েন্টে এগিয়ে শীর্ষে আছে পেপ গার্দিওলার ম্যান সিটি। সিটিজেনদের সামনে সুযোগ থাকছে এই ব্যবধান আরও বাড়িয়ে নেয়ার। লিগে চতুর্থ স্থান ধরে রাখতে আরেক ম্যাচে মাঠে নামবে ম্যানচেস্টার ইউনাইটেড। ২৬ ম্যাচে রেড ডেভিলদের পয়েন্ট ৪৬। দুই ম্যাচ কম খেলে ৪৫ পয়েন্ট নিয়ে তাদের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে মিকেল আর্টেটার আর্সেনাল। আজ ওয়াটফোর্ডের বিপক্ষের ম্যাচটি জিতলে তিনে থাকা চেলসির সাথে পয়েন্ট কমে ১’এ দাঁড়াবে গানারদের। অন্যদিকে, প্রতিপক্ষ ওয়াটফোর্ড আছে রেলিগেশনের ঝুঁকিতে।

ছবি: সংগৃহীত

লিগ ওয়ানে আজ মাঠে নামবে লিওনেল মেসির পিএসজি। তাদের প্রতিপক্ষ পয়েন্ট টেবিলের নিচের দিকে থাকা সেঁত এতিয়েন। অবশ্য শেষ চার ম্যাচে তিন জয় আর এক ড্রয়ে ছন্দে ফিরেছে দলটি। এই ম্যাচে লিওনেল মেসি, এমবাপ্পে আর নেইমার ত্রয়ী প্রস্তুত মাঠে নামার জন্য।

বুন্দেসলিগাতেও মাঠে নামবে শীর্ষ দল বায়ার্ন মিউনিখ। বাভারিয়ানদের প্রতিপক্ষ টেবিলের দশে থাকা ফ্রাঙ্কফুর্ট। অবশ্য সুখবর নেই বায়ার্ন সমর্থকদের জন্য। করোনায় আক্রান্ত গুরুত্বপূর্ণ সদস্য টমাস মুলার। এছাড়া হাঁটুর ইনজুরিতে ম্যাচটি মিস করবেন গোলরক্ষক ম্যানুয়েল নয়্যার। এছাড়াও ইনজুরিতে আছে আলফানসো ডেভিস ও লিওন গোরেৎজকা।

স্প্যানিশ লা লিগায় রায়ো ভায়োকানোর আতিথ্য নেবে শীর্ষে থাকা রিয়াল মাদ্রিদ। ইনজুরি সমস্যা কিছুটা থাকলেও টেবিলের ১১ নাম্বারে থাকা ভায়োকানোর বিপরীতে খুব একটা সমস্যায় হয়তো পড়তে হবে না লা লিগায় দারুণ ফর্মে থাকা রিয়াল মাদ্রিদকে।

আরও পড়ুন: ব্রাজিলের দ্বিতীয় বিভাগের দলের টিম বাসে বোমা বিস্ফোরণ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply