এখনও শুরু হয়নি সুন্দরবনে জাহাজডুবির উদ্ধার কাজ

|

সুন্দরবনের পশুর চ্যানেলে বিপুল পরিমাণ কয়লা বোঝাই লাইটার জাহাজডুবির ঘটনায় এখনও উদ্ধার কাজ শুরু হয়নি। গতকাল (রোববার) ভোরে মোংলা বন্দরের হারবাড়িয়া এলাকায় এ ঘটনা ঘটে।

বন্দর কর্তৃপক্ষ জানায়, গতকাল ভোরে ৭৭৫ টন কয়লা নিয়ে ঢাকা যাচ্ছিল এমভি ব্লাস নামের একটি লাইটার ভ্যাসেল। কিছুদূর যাওয়ার পর ডুবোচরে ধাক্কা লাগে জাহাজটির। বিপুল পরিমাণ কয়লা থাকায় জাহাজটির তলা ফেটে দ্রুত ডুবে যায়। এসময় সাঁতরে তীরে ওঠে জাহাজে থাকা সব শ্রমিক।

গভীর সমুদ্রে ইন্দোনেশিয়ার পতাকাবাহী মাদার ভ্যাসেল থেকে সাড়ে সাতশো টনের বেশি কয়লা সংগ্রহ করে এমভি ব্লাস।

যমুনা অনলাইন: আরএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply