রুশ ট্যাঙ্কের আক্রমণ থামাতে ব্রিজসহ নিজেকে উড়িয়ে দিলেন ইউক্রেনীয় সৈনিক

|

ছবি: সংগৃহীত

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘোষণার পর ইউক্রেনে নৌ-আকাশ ও স্থলপথে আক্রমণ চালাচ্ছে রাশিয়া। অন্যদিকে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে সবটুকু দিয়ে লড়ে যাচ্ছে ইউক্রেন। যে যেভাবে যেখান থেকে পারছে গড়ে তুলছে প্রতিরোধ। আর এই যাত্রায় এক ইউক্রেনীয় সেনা অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে।

ইয়ন নিউজের প্রতিবেদনে বলা হয়, শরীরে মাইন বেঁধে নিজেকে উড়িয়ে দিয়ে রুশ ট্যাঙ্কের অগ্রযাত্রা থামিয়ে দিয়েছেন এক ইউক্রেনীয় সৈনিক। তিনি মাইন বিস্ফোরণ করে ব্রিজসহ নিজেকে উড়িয়ে দেন। ব্রিজসহ নিজেকে উড়িয়ে দেয়া ওই ইউক্রেনীয় সৈনিকের নাম ভিতালি স্কাকুন ভোলোদিমিরোভিচ। তিনি পদমর্যাদায় ইউক্রেনের নৌ-সেনার ব্যাটেলিয়ন ইঞ্জিনিয়ার।

ইউক্রেনের মূল ভূখণ্ডে প্রবেশের জন্য মূলরাস্তা ক্রাইমিয়া থেকে খেরসন প্রদেশের হয়ে বিস্তৃত। ওই রাস্তার ওপর হেনিচেস্ক সেতু। রাশিয়ার সাজোয়া গাড়ি ও ট্যাঙ্ক ওই পথ দিয়েই মূল ইউক্রেনে ঢুকে পড়ার চেষ্টা করছিল। কিন্তু, বাধা হয়ে দাঁড়ান ভিতালি স্কাকুন ভলোদিমিরোভিচ।

আরও পড়ুন: সারি সারি রুশ ট্যাংক থামানোর চেষ্টা করছেন এক ইউক্রেনিয়ান, ভিডিও ভাইরাল (ভিডিও)

যখন দেখলেন, ইউক্রেনে ঢুকে পড়তে যাচ্ছে রুশ ট্যাঙ্কবহর এবং এগিয়ে যাচ্ছে সেতু লক্ষ্য করে। তখন গায়ে মাইন বেঁধে ব্রিজসহ নিজেকেই উড়িয়ে দিলেন। মুহূর্তে ধসে পড়ল চার লেনের সেতু। থেমে যায় রাশিয়ার ট্যাঙ্কগুলো। তিনি নিজের প্রাণ বাঁচাতে দেরিতে মাইন বিস্ফোরণ করলে ঘটনা অন্যদিকে মোড় নিতো। কারণ, তখন রাশিয়ার ট্যাঙ্কগুলো ব্রিজ পার হয়ে যেত। নিজের প্রাণ দিয়ে রুশ ট্যাঙ্ক বাহিনীকে রুখে দেয়ার জন্য যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেনে এখন জাতীয় বীরের মর্যাদা পাচ্ছেন ভিতালি।

/এনএএস


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply