বিএনপির সিনিয়র যুগ্ম মহাসিচব রুহুল কবির রিজভী বলেছেন, কারাগারে থাকা দলের চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক সমস্যা আরও বেড়েছে। তিনি অভিযোগ করেন, সরকারের মেডিকেল টিম যথাযথ চিকিৎসা করেনি।
আজ সোমবার সকালে নয়া পল্টনে এক সংবাদ সম্মেলনে রিজভী বলেন, কারা কর্তৃপক্ষ সরকারের মুঠোবন্দী। দেখে মনে হচ্ছে, সরকার চাইছে বিএনপি চেয়ারপারসনের শারীরিক অবস্থার অবনতি হোক। তাকে মানসিকভাবে বিপর্যস্ত করতে কারা কর্তৃপক্ষকে নির্দেশ দেয়া হয়েছে বলেও অভিযোগ করে বিএনপি নেতা।
অবিলম্বে তাঁর (খালেদা জিয়ার) পছন্দ অনুযায়ী ইউনাইটেড হাসপাতালে ব্যক্তিগত চিকিৎসকদের দিয়ে চিকিৎসা করানোর আহ্বান জানান রিজভী।
সাম্প্রতিক কোটা সংস্কার আন্দোলন ঘিরে বিএনপির বিরুদ্ধে আনীত ক্ষমতাসীন দলের নানা অভিযোগের প্রেক্ষিতে রুহুল কবির রিজভী বলেন, কোটা সংস্কার করতে চায়নি আওয়ামী লীগ। এখন ছাত্র আন্দোলনের মুখে পরাজিত হয়ে দলটির নেতারা বিএনপিকে নিয়ে প্রলাপ বকছেন।
জেদের বশে কোটা বাতিলে প্রধানমন্ত্রীর ঘোষণা শুভঙ্করের ফাঁকি বলে অভিহিত করে তিনি বলেন, সরকারের এজেন্টরা ভিসির বাড়িতে আক্রমণ করে এখন অন্যের উপর দায় চাপাচ্ছে।
Leave a reply