ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, আমরা আমাদের দেশ-মাটি ও আমাদের সন্তানদের ভবিষ্যত রক্ষায় লড়ে যাচ্ছি। রাজধানী কিয়েভসহ অনেকগুলো শহর এখনো আমাদের নিয়ন্ত্রণে। আমরা লড়ে যাব আমাদের সবটুকু দিয়ে। শনিবার (২৬ ফেব্রুয়ারি) এক ভিডিও বার্তায় তিনি এসব কথা বলেন।
ভিডিও বার্তায় জেলেনস্কি বলেন, আমরা রাশিয়ার ধারনা ব্যর্থ করে লড়ে যাচ্ছি। আমরা যেভাবেই হোক আমাদের মাটি রক্ষা করার জন্য লড়ে যাব। রাশিয়ান দখলদাররা মনে করেছিল তারা খুব সহজেই আমাদেরকে হটিয়ে সবকিছু দখল করে ফেলবে। কিন্তু বিষয়টা তারা যতো সহজ ভেবেছে অতটা সহজ না।
আরও পড়ুন: গুজবে কান দেবেন না, আমরা অস্ত্র নামিয়ে রাখবো না: জেলেনস্কি (ভিডিও)
তিনি আরও বলেন, আমাদের সেনারা দেশের বিভিন্ন জায়গায় কঠোর প্রতিরোধ গড়ে তুলেছে। তারা জীবন বাজি রেখে লড়ে যাচ্ছে। রাশিয়া এখনো ইউক্রেনের আকাশসীমা দখল নিতে পারেনি। ইউক্রেনীয় সেনাদের সাথে তুমুল সংঘর্ষে রাশিয়ান সেনারা পিছু হটছে।
এর আগে টুইটারে এক ভিডিওবার্তায় জেলেনস্কি বলেন, অনেক ধরনের খবরই ছড়ানো হচ্ছে, যেখানে বলা হয়েছে আমি নাকি ইউক্রেনের সেনাবাহিনীকে আত্মসমর্পণ করতে বলেছি। তাই আমি পরিষ্কার করে বলছি, এগুলো সবই গুজব। এসব গুজবে কান দেবেন না।
/এনএএস
Leave a reply