আগামী ২৪ এপ্রিল দুপুর ২টায় শাহবাগে মহাসমাবেশ করবে মুক্তিযোদ্ধা মহাসমাবেশ বাস্তবায়ন পরিষদ। কোটা সংস্কারের দাবিকে স্বাধীনতা বিরোধী চক্রের ‘তথাকথিত আন্দোলন’ আখ্যায়িত করে তা প্রতিহত করতে এই সমাবেশ করবেন তারা।
সমাবেশ থেকে জাতীয় অস্তিত্ব রক্ষা ও প্রিয় স্বাধীনতার বিরুদ্ধে সব ষড়যন্ত্র প্রতিহত করার লক্ষ্যে কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানিয়েছেন পরিষদের আহ্বায়ক ও বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সাবেক চেয়ারম্যান অধ্যক্ষ আহাদ চৌধুরী।
সোমবার জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে এই মহাসমাবেশের ঘোষণা দেয়া হয়। এ সময় আরও উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা মহাসমাবেশ বাস্তবায়ন কমিটির সদস্য সচিব আলহাজ মিনাজুর রহমান, আব্দুস সালাম মজুমদার প্রমুখ।
বক্তারা বলেন, কোটা সংস্কার আন্দোলনের নামে মুক্তিযোদ্ধাদের অপমান করা হয়েছে। তারা বলেন, মুক্তিযোদ্ধাদের সম্মান না দিলেও যেন তাদের অপমান করা না হয়। কোটা রাখা না রাখা নিয়ে আমাদের কোন বক্তব্য নেই। এটার বিষয়ে সরকার সিদ্ধান্ত নেবে।
Leave a reply