মামলা প্রত্যাহারে ২ দিনের আল্টিমেটাম আন্দোলনকারীদের

|

পুলিশ ও ঢাকা বিশ্ববিদ্যালয় প্রসাশন কর্তৃক অজ্ঞাতনামাদের বিরুদ্ধে দায়ের করা মামলা দুই দিনের মধ্যে প্রত্যাহারের দাবি জানিয়েছে কোট সংস্কার আন্দোলনের নেতৃত্ব দেয়া সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ। দাবি না মানলে কঠোর আন্দোলনেরও হুশিয়ারি দিয়েছে তারা।

আজ সোমবার সকাল ১১টার দিকে ঢাবির কেন্দ্রীয় লাইব্রেরির সামনে সংবাদ সম্মেলনে এ দাবি জানান সংগঠনটির নেতারা।

এসময় তারা অভিযোগ করেন, আন্দোলনকে বিতর্কিত করতে একটি মহল তৎপর রয়েছে। ওই মহলটি আন্দোলনকারীদের বিরুদ্ধে নানা কুৎসা রটাচ্ছে। দৈনিক ইত্তেফাকে আন্দোলনকারী নেতাদের নিয়ে বানোয়াট সংবাদ প্রকাশ করার অভিযোগ করা হয় সংবাদ সম্মেলনে।

‘কোটা আন্দোলনের সেই চার নেতার একজন শিবিরের সক্রিয় কর্মী’ শিরোনামের ওই প্রতিবেদনের বিষয়ে বক্তরা বলেন, ‘ইত্তেফাক বিকাল ৫টার মধ্যে ক্ষমা না চাইলে কাল থেকে সকল কলেজ বিশ্ববিদ্যালয়ে ছাত্র সমাজ পত্রিকাটি বর্জন করবে।’

পারিবারিক পরিচয় তুলে ধরে বক্তরা নিজেদের বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসী বলেও দাবি করেন। তারা বলেন, আমরা কোনো বিরোধী রাজনীতির সঙ্গে সম্পৃক্ত নই।

ভিসির বাসভবনে হামলাকারীদের শাস্তিও দাবি করেন পরিষদের নেতারা।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply