আসন্ন রাশিয়া ফুটবল বিশ্বকাপ-২০১৮তে ব্রাজিলকে ফেভারিট মনে করছেন ফুটবল কিংবদন্তী খেলোয়াড় পেলে। সেই সাথে ২০১৪ ফুটবল বিশ্বকাপে জার্মানির সাথে ৭-১ গোলে হারের হতাশা কাটাবে সেলেসাওরা এমনটাই বিশ্বাস করেন পেলে।
ব্রাজিলের এই সাবেক কিংবদন্তী ফুটবলার আরও মনে করেন, “ঘরের মাঠে আমরা শেষ বিশ্বকাপ জিততে পারিনি। এরপর থেকে কিন্তু ব্রাজিল দারুণভাবেই ফিরে এসেছে। তিতের দল দারুণ করছে, ফুটবলারদের ওপর আমার পূর্ণ বিশ্বাসও আছে। যদিও, ওদের নিয়ে একসাথে কাজ করার সুযোগ কম পাচ্ছে তিতে। সব মিলিয়ে এই বছর মনে হচ্ছে বিশ্বকাপ জিততে পারব আমরা”।
২০১৮ রাশিয়া বিশ্বকাপ একেবারেই নিকটে। আর শিরোপা জয়ের স্বপ্নে বিভোর বড় দলগুলো। এর ব্যতিক্রম নয় ব্রাজিল দলও।
২০১৪ সালে যেটা হয়নি, ২০১৮ বিশ্বকাপে সেটা করে দেখাতে যেন মুখিয়ে আছেন সেলেসাওরারা। আগের বিশ্বকাপে জার্মানির কাছে ৭-১ গোলে হেরে সেমিফাইনাল থেকে বিদায় নিতে হয়েছিল পাঁচবারের শিরোপা জয়ীদের।
যমুনা অনলাইন: আরএম
Leave a reply