নির্বাচন কমিশন নিয়ে বিএনপির কোনো মাথাব্যথা নেই: মির্জা ফখরুল

|

মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফাইল ছবি।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্বাচন কমিশন নিয়ে বিএনপির কোনো মাথাব্যথা নেই। নির্বাচনকালীন সরকারে আওয়ামী লীগ থাকলে বিএনপি সে নির্বাচনে অংশ নেবে না।

কেরাণীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুস সালামের বক্তব্যের প্রতিবাদে ঢাকা রিপোর্টাস ইউনিটিতে রোববার (২৭ ফেব্রুয়ারি) আয়োজিত বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের প্রতিবাদ সমাবেশে বিএনপি মহাসচিব এ মন্তব্য করেন।

এ সময় বিএনপির এ নেতা বলেন, সারাবিশ্বেই কর্তৃত্ববাদী শক্তি ক্ষমতায় টিকে থাকার চেষ্টা করছে। ইউক্রেনে রাশিয়ার বলপ্রয়োগ মেনে নেয়া যায় না।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরও বলেন, নির্বাচন কমিশনের দায়িত্ব প্রতিনিধিত্বমূলক নির্বাচন করা। কিন্তু সরকার সে ব্যবস্থা ধ্বংস করে ভোটের অধিকার কেড়ে নিয়েছে। নিরপেক্ষ সরকারের অধীনে নিরপেক্ষ কমিশন গঠন করে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply