নির্বাচনী প্রচারে বেরিয়ে বৃদ্ধের পায়ে তেল মালিশ বিজেপি প্রার্থীর

|

ছবি: সংগৃহীত

নির্বাচনী প্রচারে বের হয়ে এক বৃদ্ধের পায়ে তেল মালিশ করেছেন এক বিজেপি প্রার্থী। এই ঘটনাটি ঘটেছে ভারতের উত্তরপ্রদেশের রবার্টসগঞ্জে। সেখানকার বিজেপি বিধায়ক ভুপেশ চৌবে এমন ঘটনা ঘটিয়েছেন। সেই ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। খবর নিউজ এইটিনের।

খবরে বলা হয়, উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনের সপ্তম দফা ৭ মার্চ। ওই দিন উত্তরপ্রদেশের রবার্টসগঞ্জে ভোট। তাই নির্বাচনী প্রচার চলছে জোরকদমে। ভোটারদের মন জেতার জন্য যা যা করা সম্ভব, সব দিকেই নজর রাখছেন প্রার্থীরা। সেই রকমই নির্বাচনী প্রচারে বেরিয়েছিলেন রবার্টসগঞ্জের বিজেপি প্রার্থী ভুপেশ চৌবে। সেই সময়েই এক প্রৌঢ় ভোটারের মন জয় করার জন্য তার পায়ে তেল মালিশ শুরু করে দেন তিনি। নির্বাচনী প্রচার হওয়ায় সেই সময়ে তার সঙ্গে ছিলেন দলীয় কর্মীরা। ফলে পায়ে তেল মালিশের সেই ঘটনা ক্যামেরাবন্দি করেন অনেকেই। তারপর সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতেই তা ভাইরাল হয়ে যায়।

এমন ঘটনা তিনি এটাই প্রথমবার ঘটিয়েছেন তা নয়। সম্প্রতি স্টেজের ওপরে নিজের ভুলের মাশুল হিসেবে স্টেজের ওপরে ওঠবস করেছেন ভুপেশ চৌবে। তার আবেদন ছিল, বিগত ৫ বছরে তিনি তার বিধানসভা এলাকার মানুষদের প্রতি যদি কোনো ভুল বা অন্যায় করে থাকেন, তার জন্য তাকে যেনো ক্ষমা করে দেন স্থানীয় মানুষ। এই ঘটনা ছড়িয়ে পড়ায় তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে রাজনৈতিক মহলে।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply