চলমান ইউক্রেন-রাশিয়া সংঘর্ষের ফলে নানা দিক থেকে নিষেধাজ্ঞার শিকার হচ্ছে রাশিয়া। এবার ইউক্রেনে রাশিয়ান আগ্রাসনের বিরুদ্ধে সরব হয়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রণ সংস্থা ফিফা। রাশিয়ায় কোনো আন্তর্জাতিক ম্যাচ অনুষ্ঠিত হবে না বলে সাফ জানিয়ে দিয়েছে সংস্থাটি।
সেইসাথে নিরপেক্ষ ভেন্যুতে রাশিয়াকে খেলতে হবে নিজেদের পতাকা ও জাতীয় সঙ্গীত ছাড়া। খেলতে হবে ফুটবল ইউনিয়ন অব রাশিয়া নামে।
রোববার (২৭ ফেব্রুয়ারি) আনুষ্ঠানিক বিবৃতিতে এসব সিদ্ধান্তের কথা জানায় ফিফা। তবে ফিফার এমন সিদ্ধান্তেও সন্তুষ্ট নয় পোল্যান্ড ও সুইডেন। রাশিয়ার বিপক্ষে নিরপেক্ষ ভেন্যুতেও বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ খেলতে রাজি নয় দেশ দু’টি। এদিকে রাশিয়ার বিপক্ষে আন্তর্জাতিক ম্যাচ না খেলার ঘোষণা দিয়েছে ইংল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশন।
উল্লেখ্য, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বুধবার (২৩ ফেব্রুয়ারি) দিবাগত রাতে টেলিভিশনে দেয়া ভাষণে ঘোষণা দেন, তিনি ইউক্রেনে ‘বিশেষ সামরিক অভিযানের’ অনুমোদন দিয়েছেন। এরপর ভোর থেকে ইউক্রেনের রাজধানী কিয়েভসহ বিভিন্ন শহরে বড় বড় বিস্ফোরণ ঘটতে থাকে।
/এনএএস
Leave a reply