ইউক্রেনে রুশ আগ্রাসনের পঞ্চম দিন

|

ইউক্রেনে ৫ম দিনে গড়ালো রুশ আগ্রাসন। বিবিসি বলছে, রাজধানী কিয়েভ দখলে সর্বাত্মক চেষ্টা করছে রাশিয়া।

ইউক্রেনের দ্বিতীয় সর্ববৃহৎ শহর খারকিভে সবদিক থেকে অভিযান চালালেও ইউক্রেন সেনাবাহিনীর প্রতিরোধে সেটি এখনও দখলমুক্ত। তবে এলাকাটি দখল করতে মিসাইল হামলা এবং গোলা-বারুদের বিস্ফোরণ এখনও চলছে।

ইউক্রেন প্রেসিডেন্টের দাবি, রুশ হামলায় তার দেশে কমপক্ষে ২১০ জনের প্রাণ গেছে। কিন্তু পাল্টা অভিযানে মৃত্যুবরণ করেছে শত্রুপক্ষের ৪ হাজারের বেশি সদস্য। যদিও এই তথ্য যাচাই করা সম্ভব হয়নি।

দেশটিকে সেনা পাঠিয়ে সহায়তা করতে না পারলেও অর্থ-অস্ত্র দিয়ে পাশে দাঁড়িয়েছে পশ্চিমা বিশ্ব। এরই মধ্যে নতুনভাবে ইউরোপের আকাশসীমায় নিষিদ্ধ হলো রুশ বিমানের চলাচল। শুধু তাই নয় দেশটির রাষ্ট্রীয় মালিকানাধীন দুটি গণমাধ্যমের ওপরও নিষেধাজ্ঞা দিয়েছে ইইউ। এ অবস্থায় বেলারুশ সীমান্তে কিয়েভ-মস্কো বৈঠকে বসতে যাচ্ছে।

/এডব্লিউ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply