গণটিকা কার্যক্রমের শেষ দিনেও মানুষের ভিড়

|

গণটিকা কার্যক্রমের শেষ দিনেও টিকা কেন্দ্রগুলোতে মানুষের ভিড় দেখা গেছে। তবে গত দুদিনের চেয়ে তৃতীয় দিন মানুষের সমাগম তুলনামূলক কম।

সোমবার (২৮ ফেব্রুয়ারি) ভোর থেকে কেন্দ্রগুলোতে আসতে শুরু করেন টিকাপ্রত্যাশীরা। সকাল থেকে শুরু হয়ে দুপুর দুইটা পর্যন্ত টিকা কার্যক্রম চলার কথা। তবে মানুষ যতক্ষণ থাকবে, ততক্ষণ টিকাদান কার্যক্রম চলবে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।

গণটিকার বিশেষ এই ক্যাম্পেইনের তৃতীয় দিনেও নিবন্ধন ছাড়া এনআইডি বা জন্মসনদের ফটোকপি সাথে থাকলেই টিকা নেয়া যাবে। যাদের সেগুলোও নেই, তারা কেবল মোবাইল নম্বর দিয়েই ভ্যাকসিন নিতে পারছেন। প্রথম ডোজের পাশাপাশি দ্বিতীয় ও বুস্টার ডোজও চলমান আছে।

এম ই/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply