গুগলকে তথ্য নিয়ন্ত্রণের নির্দেশ রাশিয়ার

|

সংগৃহীত ছবি

ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন নিয়ে গুগল অ্যাডসে মিথ্যা তথ্য দেয়া হচ্ছে এমন অভিযোগ এনে প্রকাশিত তথ্য নিয়ন্ত্রণ করতে গুগলকে নির্দেশ দিলো রাশিয়া। খবর আলজাজিরার।

রাশিয়ার যোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা অ্যালফাবেট ইনকরপোরেশনের বিরুদ্ধে অভিযোগে জানায়, অ্যালফাবেট ইনকরপোরেশনের প্রতিষ্ঠান গুগল রাশিয়ান বাহিনীর ভূমিকা ও ইউক্রেনিয়ার নাগরিকদের বিষয়ে ভুল তথ্য প্রকাশ করছে।

নিয়ন্ত্রক সংস্থাটি গুগলকে পাঠানো এক চিঠিতে ‘ভুল’ তথ্য সরিয়ে ফেলতে এবং ভুল তথ্য প্রকাশ করে এমন ইন্টারনেট রিসোর্স ব্লক করতে বলেছে।

রাশিয়ার রাষ্ট্রনিয়ন্ত্রিত গণমাধ্যমসহ অন্যান্য চ্যানেলে বিজ্ঞাপনভিত্তিক আয়ের পথ বন্ধ করলো গুগল। ওয়েবসাইট, অ্যাপ ও ইউটিউব ভিডিও থেকে এসব আয়ের সুযোগ বন্ধ করেছে প্রতিষ্ঠানটি। এর আগে ফেসবুকের পক্ষ থেকে এ ধরনের পদক্ষেপ নেয়া হয়।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply