মুজিব শতবর্ষকে উৎসর্গ করেই শুরু কলকাতা আন্তর্জাতিক বইমেলা

|

কলকাতার বইমেলা।

কলকাতার ৪৫তম আন্তর্জাতিক বইমেলা শুরু হচ্ছে আজ সোমবার (২৮ ফেব্রুয়ারি) থেকে। এবারের থিম কান্ট্রি ‘বাংলাদেশ’। বইমেলা উৎসর্গ করা হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধের ৫০ বছর পূর্তিকে ঘিরে। বইমেলায় ৩ ও ৪ মার্চ উদযাপিত হবে বাংলাদেশ দিবস।

সল্টলেকের সেন্ট্রাল পার্ক ময়দানে সোমবার স্থানীয় সময় সাড়ে তিনটা থেকে শুরু হবে মেলার উদ্বোধনী কার্যক্রম। এবারের মেলায় থাকছে বাংলাদেশের ৫০টি স্টল। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ। এর পাশাপাশি প্রখ্যাত কথাসাহিত্যিক সেলিনা হোসেনসহ কলকাতার কবি-সাহিত্যিকরা থাকবেন অনুষ্ঠানে।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply