বইমেলায় বড়দের পাশাপাশি রয়েছে ছোটদের অংশগ্রহণ

|

অমর একুশে গ্রন্থমেলায় বড়দের পাশাপাশি শিশুদের অংশগ্রহণ একদমই কম নয়। বড়দের হাত ধরে ছোটদের আনাগোনাই হয়ে ওঠছে এখন বইমেলার প্রতিচ্ছবি। ক্ষুদে পাঠকদের পছন্দের বই উপহার দিতেও মরিয়া অনেক প্রকাশক। মূলত বাবা-মার হাত ধরেই বইমেলায় তাদের আনাগোনা।

শিশুদের সঙ্গে কথা বলে জানা গেছে, একেকজনের একেক ধরনের পছন্দ। কেউ খুঁজছে ছড়া বা ঠাকুরমার ঝুলি, কারও চাই মজার মজার কমিকস। কেউ বা ভূতের গল্পে মাতোয়ারা, আবার কারও চাই রহস্যের টানটান উত্তেজনার গল্প। বই পছন্দ হলেই কিনছে তারা।

ক্ষুদে পাঠকদের এত এত পছন্দের ভিড়ে নানা রকমের বই নিয়ে হাজির লেখক-প্রকাশকরা। শিশু কর্ণারে রয়েছে নতুন নতুন গল্প, ছড়া, কমিকস, বর্ণ পরিচয়সহ নানা ধরনের বই। শিশুরাও তাদের পছন্দসই বই কিনতে পেরে যারপর নাই খুশি।

তবে শিশুদের বই নিয়ে অভিভাবকদের প্রত্যাশা অনেক। কয়েকজন অভিভাবক জানিয়েছেন, শুধু চোখ ধাঁধানো নকশা আর কাগজের মানই নয়, সঠিক বানান আর গল্পে গল্পে শিক্ষণীয় কিছু একটা চান তারা। শিশুতোষ বইয়ের মান নিয়ন্ত্রণে আরও মনোযোগী হওয়ার পরামর্শও দিয়েছেন অভিভাবকেরা।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply