কলসিন্দুর, ময়মনসিংহের সীমান্তবর্তী ধোবাউড়া উপজেলার অজপাড়া গ্রাম। এখানে বেড়ে ওঠা নারী ফুটবলাররা সারা দেশে গ্রামটির পরিচিতি এনে দিয়েছে। বাংলাদেশের ফুটবলকে এগিয়ে নেয়ার পথে বড় অবদান এই গ্রামেরই সানজিদা-মার্জিয়াদের। তাদেরই পথে হেঁটেছেন অনূর্ধ্ব-১৮ দলের অধিনায়ক শামসুন্নাহার জুনিয়র।
তবে গ্রামটিতে নারীদের জন্য রয়েছে নানা ধর্মীয় অনুশাসন। আর তাতে নানা কটু কথার মুখোমুখি হতে হয় শামসুন্নাহার জুনিয়রকে।
এই ফুটবলার জানালেন, এসব কটু কথার কারণে পরিবার থেকে খেলতে নিষেধ করে। আগেও নিষেধ করতো। তবে খেলে ভালো ফল করলে খুশি হয় পরিবারের লোক। পরে আবার মানুষের কথা শুনলে এসব ভুলে গিয়ে খেলা ছেড়ে দিয়ে বাসায় চলে যেতে বলে পরিবারের লোকজন।
কলসিন্দুর থেকেই বাংলাদেশের ফুটবল পেয়েছে সানজিদা, মার্জিয়াদের মতো তারকা ফুটবলারদের। যারা কিনা দেশের নামকে নিয়ে গেছেন আরও ওপরে। এরপরও গ্রামটিতে দৃশ্যপটে কোনো পরিবর্তন আসেনি। সানজিদাদের উত্তরসূরি হয়ে আসা শামসুন্নাহার জুনিয়রকে শুনতে হয় ফুটবল ছেড়ে বাড়ি ফেরার কথা। বাবা পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন, আশপাশ থেকে তাই কটু কথাটাও ভেসে আসে বেশি। মেয়েকে নিয়ে তার শুনতে হয় নানা কটু কথা।
সবশেষ সাফ অনূর্ধ্ব ১৯ চ্যাম্পিয়ন হওয়া দলের একাদশে ছিলেন শামসুন্নাহার জুনিয়র। সেই খবরে পরিবার আনন্দিতও হয়েছে। কিন্তু এরপর আবারও বাড়ি থেকে আসে ফেরার তাড়া।
কলসিন্দুরের এই ফুটবলার মার্চে ভারতে হতে যাওয়া সাফ অনূর্ধ্ব ১৮ চ্যাম্পিয়নশিপে দলের অধিনায়কত্বের দায়িত্ব পালন করবে।
/এমএন
Leave a reply