গুপ্তচরবৃত্তির অভিযোগ তুলে জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার ১২ কূটনীতিককে বহিষ্কার করলো যুক্তরাষ্ট্র। সোমবার (২৮ ফেব্রুয়ারি) দুই দেশের পক্ষ থেকেই এ তথ্য নিশ্চিত করা হয়ছে।
মার্কিন কূটনীতিকদের দাবি, জাতীয় নিরাপত্তা ইস্যুতে এসব রুশ কর্মকর্তাদের কর্মকাণ্ড হুমকিস্বরূপ। আগামী ৭ মার্চের মধ্যে তাদের যুক্তরাষ্ট্র ত্যাগের নির্দেশ দেয় কর্তৃপক্ষ। তবে বহিষ্কৃত কূটনীতিকদের নাম এখনও প্রকাশ করা হয়নি।
এদিকে যুক্তরাষ্ট্রের এ পদক্ষেপকে রাশিয়ার বিরুদ্ধে আরেকটি বিরোধপূর্ণ পদক্ষেপ হিসেবে উল্লেখ করছেন রুশ কূটনীতিকরা। এর মাধ্যমে জাতিসংঘের বিরুদ্ধে চুক্তি ভঙ্গের অভিযোগও তোলেন তারা।
/এডব্লিউ
Leave a reply