‘নিরাপরাধদের ওপরও হামলা করছি, মা’, রুশ সেনার শেষবার্তা শোনালেন ইউক্রেনের রাষ্ট্রদূত

|

জাতিসংঘে ইউক্রেনের রাষ্ট্রদূতের হাতে সেই রুশ সেনার পাঠানো বার্তার স্ক্রিনশট।

‘আমরা সাধারণ নাগরিকদের ওপরও হামলা চালাচ্ছি, আমার খুব ভয় করছে, মা’ মৃত্যুর আগ মুহূর্তে মাকে পাঠানো এক রুশ সেনার কিছু বার্তা হাতে এসেছে ইউক্রেনের। সেই বার্তার একাধিক স্ত্রিনশট সোমবার (২৮ ফেব্রুয়ারি) জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকে পড়ে শোনান জাতিসংঘে ইউক্রেনের রাষ্ট্রদূত সের্গেই কিসলিয়ত। এর মাধ্যমে রাশিয়ার নির্মমতাকে তুলে ধরতে চেয়েছেন তিনি। ব্রিটিশ সংবাদমাধ্যম স্কাই নিউজ বিষয়টি নিশ্চিত করেছে।

নাম প্রকাশ না করেই সেই রুশ সেনার শেষ বার্তা পড়ে শোনান কিসলিয়ত। প্রথম বার্তায় ওই রুশ সেনার মা কোনো একটি পার্সেল পাঠানোর জন্য তার অবস্থান সম্পর্কে জানতে চান। উত্তরে ওই সেনা জানান, আমি এখন ইউক্রেনে। এখানে সত্যিই যুদ্ধ শুরু হয়ে গেছে মা।

এক পর্যায়ে ওই সেনা সদস্য জানান, আমরা সবক’টি শহরেই একসাথে বোমা হামলা চালাচ্ছি। এমনকি সাধারণ নাগরিকদের ওপরও হামলা চালাচ্ছি। আমার খুব ভয় করছে মা।

ওই সেনা আরও লেখেন, আমাদের বলা হয়েছিল ইউক্রেনের মানুষরা আমাদের স্বাগত জানাবে। কিন্তু এখানে তারা আমাদের সশস্ত্র যানবহনগুলোর নিচে পিষ্ট হচ্ছে, নিজেদেরকে চাকার নিচে নিক্ষেপ করছে। কিছুতেই তারা আমাদের প্রবেশ করতে দিতে চাইছে না মা। তারা আমাদের ফ্যাসিস্ট বলে ডাকছে, এটি খুবই কঠিন।

আরও পড়ুন: গুপ্তচরবৃত্তির অভিযোগে যুক্তরাষ্ট্রে নিষিদ্ধ ১২ রুশ কূটনীতিক

জাতিসংঘে দাঁড়িয়ে এসব বার্তা পড়ে শোনান কিসলিয়ত। বলেন, শেষ বার্তাটি পাঠানোর কিছুক্ষণ পরই ইউক্রেনের সেনাদের হাতে মৃত্যু হয় ওই রুশ সেনা। এর মাধ্যমেই ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন সম্পর্কে আপনারা সহজেই ধারণা পাবেন।

তিনি আরও বলেন, এই পরিস্থিতি দ্বিতীয় বিশ্বযুদ্ধের কথা মনে করিয়ে দেয়। রাশিয়া ইউক্রেনের ওপর ঠিক তেমনই ভয়াবহতার চিত্র অঙ্কন করছে। ভেবে দেখুন, এই অধিবেশনে উপস্থিত প্রতিটি দেশের নেমপ্লেটের পাশে দাঁড়িয়ে আছে এমন ৩০ জন নিহত রুশ সেনার আত্মা। তারা আমার এই কথাগুলো সেখানে দাঁড়িয়ে শুনছে।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply