ইউক্রেন ভূখণ্ডে চালানো রুশ অভিযান ৭ম দিনে গড়ালো। এরই মধ্যে রাজধানী কিয়েভের টিভি টাওয়ারে ঘটানো হয়েছে জোরালো বিস্ফোরণ। এতে প্রাণ হারিয়েছে কমপক্ষে পাঁচ জন।
রাজধানীর কাছে হিতোমোর শহরেও চালানো হচ্ছে ব্যাপক অভিযান। গোলার আঘাতে সেখানে দুজনের মৃত্যুর খবর নিশ্চিত করা গেছে। অন্তত ১০টি সুউচ্চ ভবন ভেঙে পড়ায় ধ্বংসস্তুপের নিচে আটকা পড়েছে বহু মানুষ। তাদের জীবিত উদ্ধারে চলছে তল্লাশি অভিযান। উদ্ধারকারীদের শঙ্কা, বাড়তে পারে প্রাণহানি।
এদিকে, দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভেও চলছে সর্বাত্মক অভিযান। সেখানে গণবিধ্বংসী মারণাস্ত্র ভ্যাকুয়াম বোমা ব্যবহারের অভিযোগ তুলেছে জেলেনস্কি প্রশাসন। বিবিসি বলছে, অভিযোগ সত্য প্রমাণিত হলে আন্তর্জাতিক আদালতের মুখোমুখি করার হুঁশিয়ারি দেয়া হয়েছে রাশিয়াকে।
জাতিসংঘের হিসাবে চলমান অভিযানে প্রাণ হারিয়েছেন সাড়ে ৫শর কাছাকাছি মানুষ। গৃহহীন ৬ লাখ ৬০ হাজারের বেশি।
/এডব্লিউ
Leave a reply