ইউক্রেনের বিয়ারের কারখানায় তৈরি হচ্ছে পুতিনের কার্টুন ছাপা ককটেল

|

রুশ বাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ গড়তে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে ইউক্রেনের একটি বিয়ার তৈরির প্রতিষ্ঠান। কারখানায় বিয়ারের বদলে তৈরি হচ্ছে মলোটোভ ককটেল। রুশ আগ্রাসন শুরুর পর ইউক্রেনের বেসমারিক যোদ্ধাদের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে এই বোমা। ককটেলের বোতলে লাগানো হয়েছে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে বিদ্রুপ করা ছবিও। উদ্যোক্তারা বলছেন, প্রতিরোধ গড়ে তুলতে পুরো দেশে মলোটোভ ককটেল সরবরাহ করার পরিকল্পনা রয়েছে তাদের।

বিভিন্ন তরল রাসায়নিকের সংমিশ্রণে কিংবা পেট্রোল ব্যবহার করে তৈরি হয় এই বোমা। মলোটোভ ককটেল নামের বোমা রুশ আগ্রাসন ঠেকাতে সরবরাহ করা হচ্ছে ইউক্রেনের বিভিন্ন ঘাঁটিতে।

ইউক্রেনের ওই কারখানার একজন কর্মী বললেন, পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে ইউক্রেনবাসীকে এখন অস্ত্র তুলে নিতে হচ্ছে। তাই আমরা বিয়ারের পরিবর্তে এই মলোটোভ ককটেল তৈরি করছি। এরপর এগুলো বিভিন্ন সুপারশপে সরবরাহ করা হবে যাতে সবাই সংগ্রহ করতে পারেG আমাদের লক্ষ্য যতবেশি ককটেল পাঠানো। কারণ আমরা এমন পরিস্থিতিতে পৌছেছি যে হয় রুশ বাহিনীকে বিতারিত করবো, আর না হলে নিজেরা মরবো।

রুশ বাহিনীর আগ্রাসন ঠেকাতে এসব মলোটোভ ককটেল বড় সফলতাও পাচ্ছে বলেও জানানো হয়।

/এডব্লিউ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply