ব্রাহ্মণবাড়িয়ায় কাভার্ডভ্যান চাপায় নিহত ২

|

ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় কাভার্ডভ্যান চাপায় সিএনজি চালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩ জন। তাৎক্ষণিকভাবে তাদের নাম জানা যায়নি।

বুধবার (২ মার্চ) সকাল পৌনে ৭টায় উপজেলার রামপুরর এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- জেলার বিজয়নগর উপজেলার ইব্রাহিমপুর গ্রামের মোর্শেদা বেগম (৫০) এবং দুদু মিয়া (৬২)।

ব্রাহ্মণবাড়িয়ার খাঁটিহাতা হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজালাল আলম জানান, সকালে সিলেট অভিমুখী প্রাণ-আরএফএল গ্রুপের একটি কাভার্ডভ্যান (ঢাকা মেট্রো ন ১৩-৮৪৪৩) বিপরীত দিক থেকে আসা একটি সিএনজি চালিত অটোরিকশাকে (ব্রাহ্মণবাড়িয়া থ ১১-২২৯৮) চাপা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার দুই যাত্রী নিহত হন। এ ঘটনায় আহত আরও তিনজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply