সিনিয়র করেসপন্ডেন্ট, নাটোর:
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও চাল, ডাল, তেল, গ্যাস, বিদ্যুৎসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে নাটোরে বিএনপির বিক্ষোভ মিছিলে বাধা দিয়েছে আওয়ামী লীগের নেতা-কর্মীরা।
বুধবার (২ মার্চ) বেলা ১১টার দিকে শহরের আলাইপুরে জেলা বিএনপি কার্যালয়ের সামনে এই ঘটনা ঘটে।
পুলিশ সুপার লিটন কুমার সাহা জানান, দলীয় কার্যালয়ের সামনে বিএনপি নেতা-কর্মীরা বিক্ষোভ মিছিল বের করে। এ সময় আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মোটর সাইকেলসহ মিছিল করে তাদের বাধা দেয়। পুলিশ দ্রুত উভয়পক্ষকে সরিয়ে দিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে। পরে বিএনপি নেতা-কর্মীরা দলীয় কার্যালয়ের সামনেই একটি সংক্ষিপ্ত সমাবেশ করে।
এ সময় বক্তারা বলেন, এই সরকার জনগণের সরকার না। এই সরকার তাদের নিজেদের সম্পদ গোছানোর সরকার। তারা অবৈধভাবে ক্ষমতায় রয়েছে। আমরা জনগণকে সাথে নিয়ে এই অবৈধ সরকারকে ক্ষমতা থেকে নামিয়ে আনবো।
সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সহ সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাহাতাবি আলম, জেলা বিএনপির আহ্বায়ক আমিনুল হক, সদস্য শহিদুল ইসলাম বাচ্চু, রহিম নেওয়াজ।
ইউএইচ/
Leave a reply