নির্বাচন কমিশনের কেউ অপকর্মে যুক্ত হলে তা ক্ষমার অযোগ্য বলে সতর্ক বার্তা দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। দুর্নীতিমুক্ত হয়ে নির্বাচনী দায়িত্ব পালনের আহ্বানও জানিয়েছেন সিইসি।
বুধবার (২ মার্চ) বিকেলে নির্বাচন কমিশন ভবনে ভোটার দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে সিইসি এ আহ্বান জানান।
‘মুজিব বর্ষের অঙ্গীকার, রক্ষা করবো ভোটাধিকার’ এই প্রতিপাদ্য নিয়ে এদিন পালিত হয়েছে চতুর্থ ভোটার দিবস। এ উপলক্ষে সকালে রাজধানীর মানিক মিয়া এভিনিউ থেকে র্যালি বের করে নির্বাচন কমিশন। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের সামনে র্যালিটি শেষ হয়।
এদিন বিকেলে ভোটার দিবস উপলক্ষে আলোচনা অনুষ্ঠানে সিইসি আরও বলেন, ভোটাধিকার রক্ষার অঙ্গীকার করেছে নির্বাচন কমিশন। মানুষ সুষ্ঠু ভোটের জন্য কমিশনের দিকে তাকিয়ে আছে। গ্রহণযোগ্য ভোট আয়োজনে কর্মচারীদের সদিচ্ছা দেখাতে হবে। অনিয়মে জড়ালে শাস্তির সতর্ক বার্তা দেন তিনি।
ওই অনুষ্ঠানে ২০২২ সালের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। এবার মোট ভোটার ১১ কোটি ৩২ লাখ ৮৭ হাজার ১০ জন। এদের মধ্যে পুরুষ ভোটার ৫ কোটি ৭৬ লাখ ৮৯ হাজার ৫২৯ জন। আর নারী ভোটার ৫ কোটি ৫৫ লাখ ৯৭ হাজার ২৭ জন। তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৪ শত ৫৪ জন।
/এমএন
Leave a reply